ঝালকাঠী এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাই। ‘মত ও পথের উর্ধে আমরা সবার’ শ্লোগানে নেছারাবাদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত আলিয়া, তাহেলী, হিফজ, নুরানী, জিন্নাতুন্নেছা মহিলা মাদ্রাসা সহ কায়েদ সাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সাবেক বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধ করে ভ্রাতৃত্বের বন্ধনে সর্বত্র পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এনএস ফোরাম এ্যালামনাই গঠন করা হয়েছে।