এনএসিয়ান উদ্যোক্তা প্লাটফর্ম : লক্ষ্য, সেলার কোড ও নিয়মাবলী

  • প্রথমত এনএসিয়ান উদ্যোক্তা পরিবারে যে কেউ যুক্ত হতে পারবেন। তবে উদ্যোক্তা/বিক্রেতা হবে শুধুমাত্র এনএসিয়ানরা।
  • আমরা সব ধরণের মানুষের জন্য ক্রয় বিক্রয়ের বিশ্বস্ত প্লাটফর্ম তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। ঘরে বসেই ঝামেলামুক্ত নির্ঝঞ্ঝাট পণ্য ক্রয় করা সহজ হবে “এনএসিয়ান উদ্যোক্তা” প্লাটফর্মে।
  • দ্বিতীয়ত আপনি যেহেতু একজন এনএসিয়ান তাই স্বচ্ছ, ঝামেলাহীন পণ্য আপনার কাছে আশা করবে সবাই। এতটুকু বিশ্বাস এবং একনিষ্ঠতা রেখেই সেবা দিবেন। যে পণ্য বিক্রি করছেন আগে নিজে ব্যবহার করে গুণ-মান নির্ণয় করুন। তারপর পণ্যের মার্কেটিং করবেন।
  • মনে রাখবেন, পণ্য ক্রয় বিক্রয়ে সবখানেই কমবেশি ঘাপলা থাকে। এখানেও থাকবে না সেটা বলা কঠিন। তবে এরকম কারো সাথে ঘটলে সাথে সাথে জানালে বিক্রতাকে গ্রুপ থেকে ব্যান করাসহ তার মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। প্রতারণা ঠেকাতে গ্রুপের একটিভ, পরিচিত ও সেলার কোডধারী উদ্যোক্তাদের থেকে পণ্য কিনুন।
  • গ্রুপের লক্ষ্য
    • এনএসিয়ানদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা তৈরি করা। যাদের মাধ্যমে সারাদেশে খাঁটি ও মানসম্মত পণ্য গ্রাহকদের হাতে তুলে দেয়া যাবে। সেই সাথে এনএসিয়ানদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
    • এনএসিয়ানদের জন্য দেশসেরা ও নির্ভরযোগ্য ই-কমার্স মার্কেটপ্লেস এবং দেশিপণ্যের বৃহত বিশ্বস্ত প্লাটফর্ম গড়ে তোলা।
    • উৎপাদনমুখী উদ্যোক্তা গড়ে তুলতে প্রয়োজনে দক্ষ ট্রেইনারদের মাধ্যমে প্রয়োজনীয় মৌলিক প্রশিক্ষণ প্রদান করা। যাতে করে উদ্যোগ নেয়ার পর হতাশ হয়ে ফিরে আসতে না হয়। আমরা আগ্রহী এনএসিয়ানদের এক প্লাটফর্মে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করবো।
    • আগ্রহ আর কর্মের দক্ষতা থাকা সত্ত্বেও সামান্য অর্থাভাবে অনেকেই পিছিয়ে যায়। তাদেরকে বিপদের বন্ধু হিসেবে সবাই কর্জে হাসানা বা নির্দিষ্ট সময়ের চুক্তিতে ঋণ দেয়া হবে এমন উদ্যোগ নেওয়া যাবে ইনশাআল্লাহ।
    • নতুনদের উদ্বুদ্ধ করতে বছরব্যাপী সেরা সার্ভিস দাতাদের বাৎসরিক পূনর্মিলনীতে সম্মাননা দেয়া হবে।
  • সেল পোস্ট করার সময় লক্ষণীয়:
    • পোস্ট করার শুরুতে আপনার পরিচয় দিন। সেলার কোড উল্লেখ করুন।
    • আপনার পণ্যকে আকর্শনীয় করতে সুন্দর ছবি ব্যবহার করুন। গুগল থেকে বা অন্য কারও ছবি ব্যবহার করবেন না।
    • শুরুতে পণ্যের বিবরণ দিন। যাতে ক্রেতারা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
    • পণ্যের ব্যবহার বিধি থাকলে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করুন। জামা-কাপড় হলে সাইজ, কালার ও কোয়ালিটি উল্লেখ করুন।
    • লিংক শেয়ার বা আপনার পেইজ-গ্রুপ শেয়ার করা থেকে বিরত থাকুন। আমরা এখান থেকেই আপনার পণ্য কিনতে চাই। তবে শপ/পেইজের নাম #হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করতে পারবেন।
    • পণ্যের দাম বিবরণে উল্লেখ করুন। কমেন্টে বা ইনবক্সে বিস্তারিত ডিল করুন। পাইকারি পণ্যের দাম বিবরণে উল্লেখ করবেন না।
    • কমেন্টে মার্জিত ভাষা ব্যবহার করুন। দয়া করে ট্রল বা বিরক্তিকর কিছু করবেন না। এতে সেলার কোড বাতিল হওয়ার আশঙ্কা থাকবে।
    • অন্যের সেল পোস্টে বা ইনবক্সে ডেকে এনে বলা যাবে না “আমি এটা আরও কমে দেব” আমার থেকে নিন। এরকম হলে অভিযোগ আসলে সেলার কোড বাতিল হতে পারে।
    • নিয়মিত পোস্ট ও বেশি বেশি কমেন্ট করে নিজের আইডি পরিচিত করুন। এতে বিক্রি বেশি হবে ইনশাআল্লাহ।
    • শুধু ছবি দিয়ে এক লাইনে “লাগলে জানান সংগ্রহে আছে” এমন পোস্ট গ্রহণযোগ্য নয়।
    • মূল্য অগ্রিম পরিশোধ কর‍তে হবে নাকি ক্যাশ অন ডেলিভারি স্পষ্ট করুন।
    • পোস্ট দিয়ে গায়েব হওয়া যাবে না। যথাসম্ভব দ্রুত ক্রেতাদের কমেন্টের উত্তর দিন।
    • ইসলামি শরিয়ত বহির্ভূত বিজ্ঞাপন দেওয়া যাবে না। সকল পণ্য হালাল হতে হবে। হালাল ব্যবসা পূর্ব শর্ত।
    • এমএলএম সহ কোন ধরনের প্রতারণা জালিয়াতি বা আইনবহির্ভূত ব্যবসা নিয়ে পোস্ট করা যাবে না ।
  •  

উপরের সব নিয়ম মেনে পোস্ট করবেন এবং পোস্ট/প্রোডাক্ট রিভিউ আকর্ষণীয় করার চেষ্টা করবেন। তাতে আপনার পরিচিতি ও বিক্রি বাড়বে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে এনএসিয়ানদের জন্য সুন্দর একটি কর্মসংস্থান এবং নিজেদের জন্য ভেজালমুক্ত খাটি দেশি পণ্যের প্ল্যাটফর্ম গড়ে তুলি।