বাংলাদেশের সিলেট অঞ্চলে ভয়াবহ বণ্যায় সৃষ্ট মানবিক সংকটে এনএস ফোরামের পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামে চার ধাপে প্রায় পাঁচ লক্ষ টাকার ত্রাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ। এনএস ফোরামের প্রেসিডেন্ট ড. শহিদুল হক স্যারের নির্দেশনা ও পরিচালনায় সপ্তাহ ব্যাপী দেশের মানবিক সংকটে চার জেলায় চার ধাপে প্রায় পাঁচ লক্ষ টাকার ত্রাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করছেন এনএস ফোরাম এ্যালামনাই ভলান্টিয়ার প্রতিনিধি দল। ঢাকা থেকে গত ২৩ জুন ২০২২ তারিখে এক ট্রাক ত্রাণ সামগ্রি নিয়ে সিলেট রওয়ানা হয়। এনএস ফোরামের ভলান্টিয়ার প্রতিনিধি দল সিলেট গিয়ে ট্রলার যোগে ত্রাণ পৌঁছে দিয়েছেন মানুষের দোরগোড়ায়। দুই শতাধিক পরিবারের মাঝে প্যাকেজ বিতরণ করা হয়। শুক্রবার বাদ জুমা ৫০০+ মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এন এস ফোরাম এর নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিশেষ করে ৪র্থ দিন এ আর্থিক সহযোগিতার কার্যক্রম চলে। কুড়িগ্রামে বিতরণ করা হয় শুকনো খাবার প্যাকেজ।
এনএস ফোরাম এ্যালামনাই জাতীয় ক্রান্তিলগ্নে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।