ঢাকা ও বরিশাল বিভাগীয় ইফতার মাহফিল

৭ মার্চ, ২০২৩ তারিখ বরিশাল কলেজের সামনে লিবার্টি আইডিয়াল স্কুলে এনএস ফোরাম এ্যালামনাই বরিশাল বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বরিশালস্থ সাবেক এনএসিয়ানরা। সভায় সবার পরামর্শ ক্রমে নিন্মলিখিত সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়েছে।

  • আগামী ৩১ মার্চ শুক্রবার ঢাকায় এবং ৭ এপ্রিল শুক্রবার (১৫ রমজান) বরিশাল বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
  • জনপ্রতি ২৫০/- টাকা রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।
  • রেজিষ্ট্রেশন আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
  • বরিশাল বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
  • গত বছরের ধারাবাহিকতায় এ বছরের ইফতার মাহফিলেও থাকছে দারুন চমক।
  • পেমেন্ট নাম্বার:
    • 01788-466093 (বিকাশ মার্চেন্ট নাম্বার)
    • 01611-227235 (নগদ এজেন্ট নাম্বার)
    • অথবা এই লিংকে ক্লিক করেও বিকাশে পেমেন্ট করতে পারবেন।

এনএসিয়ান বন্ধনে সিনিয়র জুনিয়র মিলনমেলার ইফতার মাহফিলে অংশ গ্রহণ নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন আজই।

বরিশাল বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি

আহবায়ক:

নুরুল ইসলাম (বিসিএস)
প্রভাষক, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ

যুগ্ম আহবায়ক:

রিয়াজ আল আসাদ
প্রতিষ্ঠাতা সভাপতি, মুছলিহীন শিল্পগোষ্ঠী
সভাপতি, ইত্তেহাদ কালচারাল ফোরাম
এম এ ইউসুফ
পরিচালক, আইকন কোচিং, বরিশাল

সদস্য সচিব:

শিল্পী সাঈদ মাহফুজ
পরিচালক, লিবার্টি আইডিয়াল স্কুল

অর্থ সচিব:

মোঃ তরিকুল ইসলাম

সহকারী সচিব:

মুশফিক আহমেদ

নির্বাহী সদস্য:

মোঃ সাইফুল ইসলাম সাইফ
আবু বকর সিদ্দিক
এ এইচ মোমেন
এইচ এম রাকিব
খালেদ সাইফুল্লাহ
আব্দুল্লাহ আল হাসান
মারুফ বিল্লাহ তানিম